সরকারি মদন মোহন কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিজ্ঞান শাখার E-SIF কলেজ ওয়েবসাইট mmc.edu.bd এ ইতোঃমধ্যে প্রকাশিত হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার E-SIF কলেজ ওয়েবসাইচটে প্রকাশ করা হলো সকল শিক্ষার্থীদের নিজ নিজ তথ্য যাচাই করার জন্য বলা যাচ্ছে। যদি কোন সংশোধন প্রয়োজন হয় তবে আগামী ১২নভেম্বর ২০২৩ দুপুর ০১:০০টার মধ্যে কলেজ্ এর আই সি টি বিভাগ (কক্ষ নং ৫২০৪) এ যোগাযোগ করে তা সংশোধনের আবেদন করতে হবে। পরবর্তিতে কোন জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
নিম্নবর্নিত শিক্ষার্থীদের কোন তথ্য কলেজ কর্তৃপক্ষ পায়নি বিধায় তাদের রেজিস্ট্রেশন করা গেলনা তদেরকে আগমিকাল ৯নভেম্বর ২০২৩ দুপুর ০১:০০টার মধ্যে কলেজ্ এর আই সি টি বিভাগ (কক্ষ নং ৫২০৪) এ যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দানের নির্দেশ দেওয়া গেল। অ্ন্যথায় তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ব্যবসায় শিক্ষা শাখা: এস এস সি রোল 501263 শ্রেণি রোল: 1842
মানবিক শাখা: এস এস সি রোল 106009 শ্রেণি রোল: 6342 এবং
এস এস সি রোল 866815 শ্রেণি রোল: 6428